স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : বৃহস্পতিবার দুপুরে খোয়াই পূর্ত দপ্তরের ঠিকেদারি কাজের বরাত আনতে গিয়ে খোয়াই মন্ডলের দুই গোষ্ঠীর মধ্যে লংকাকান্ড। দা, লাঠি নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চালায়। এর রেশ ধরে বৃহস্পতিবার দুপুরে খোয়াই সুভাষ পার্ক কমার্শিয়াল এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে প্রচন্ড মারপিট হয়। এই মারপিটে ঠিকাদারি কাজে নিযুক্ত অংকুর দেবনাথ গুরুতর জখম হওয়াতে তাকে খোয়াই হাসপাতালে রেখে চিকিৎসা চলছে।
অন্যদিকে শুভঙ্কর ঘোষ ও অল্প বিস্তার আহত হয়। এদিকে খোয়াই পূর্ত দপ্তরের ভিতরে বিবাদ চলাকালীন একটি ভিডিওতে ধরা পড়ে দুষ্কৃতিকারীরা দা এবং লাঠি নিয়ে একজনকে ভয়-ভীতি প্রদর্শন করছিল। খোয়াই সুভাষ পার্ক এলাকায় যখন ঘটনাটি ঘটে তখন পুলিশ লক্ষ্য করতে পেরে দৃষ্টিতে কারীদেরকে ধরতে গেলে তারা পালিয়ে যায়। এই খবর পেয়ে খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং মহাকুমা পুলিশ আধিকারিক খোয়াই মন্ডলে এসে বিস্তারিত খবর নেন। এই বিষয়ে খোয়াই মন্ডলের অন্তর্গত আক্রান্তকারীরা তাদের উপর হামলাকারী পাঁচ জনের নাম দিয়ে খোয়াই থানায় মামলা করবেন বলে জানান। পাশাপাশি ঘটনার সমস্ত বৃত্তান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন আক্রান্তকারীরা।

