স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফিশারি কলেজের এক ছাত্র। প্রতিবাদে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে আন্দোলনে শামিল হল ছাত্র-ছাত্রীরা। গত ১৯ মে ফিশারি কলেজের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ডি লিঙ্গারাজ পাত্র নামে পিজি -র দ্বিতীয় বর্ষের এক ছাত্র। এই ঘটনায় অভিযুক্তের গ্রেফতার করা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি ফিশারি কলেজ এলাকায় যান চলাচল এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে রাস্তা দিয়ে চলাচলের মত অবস্থা নেই। এবং সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতির কারণে যান চলাচল এতটা ভয়াবহ হয়ে উঠছে।
তাদের অভিযোগ রাস্তায় ব্যারিকেট নেই, স্পীডব্যাকার নেই, স্ট্রীট লাইট নেই। ফলে এলাকায় বাড়ছে যান দুর্ঘটনা। বহুবার লেফুঙ্গা থানায় জানানো হলেও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি। সড়কে সুরক্ষার অভাবে ভুগছে ছাত্র-ছাত্রীরা। গত ১৯ মে তাদের সহপাঠী ডি লিঙ্গারাজ দুর্ঘটনার শিকার হন। পেছনদিক থেকে এসে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তী সময় থানায় অভিযোগ করা হলে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে আহত ছাত্রকে জিবি হাসপাতাল নিয়ে গেলে রাতের বেলা সার্জারি হয়। এখনো তার অবস্থা স্থিতিশীল নয়। তাই তারা আন্দোলনে নেমে প্রশাসনের কুম্ভ নিদ্রা ভাঙ্গানোর চেষ্টা করছে। পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিকরা এসে তাদের আশ্বস্ত করেন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সড়কে আন্দোলন সংগঠিত করায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়।