স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেয়। প্রতি মাসের শেষ রবিবার নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন। আজ তাঁর ১২২ তম পর্ব। পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠান শ্রবন করার ব্যবস্থা করা হয়। সেখানে ১২২ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেয়র দীপক মজুমদার এ বিষয়ে বলেন আমাদের সেনাদের প্রতি আমার গর্ব হয়।
পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ড সহ মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কিছুদিন পর প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন আজ এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি। এক মাসের মত বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসের। সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সঙ্গে যুক্ত হতে আহবান রাখেন তিনি।পাশাপাশি দেশবাসীর প্রতি ব্যবহৃত কাগজের রিসাইকলিং করার আহবানও রাখেন তিনি। আজকের এই মন কি বাত শ্রবন শেষে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন, ভারতের উন্নয়নের সব সময় বিরোধিতা করে চলেছে বামপন্থীরা। মাওবাদী দমনে সরকার যখন সাফল্য পাচ্ছে যখন মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হচ্ছে তখন তারা মাওবাদীদের পক্ষ নিয়ে রাজনীতির ময়দানে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠানো বিভিন্ন বিষয় নিয়ে ও বলেন তিনি। বিশেষ করে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে কথা বলেন তিনি।