স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মে :ফিট ইন্ডিয়া সানডেস বাই সাইকেল রেলির আয়োজন করা হয় রবিবার। উজয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এদিনের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলায় যাতে এ ধরনের বাইসাইকেল রেলির আয়োজন করা হয়। তাহলে রাজ্যের ছেলে মেয়েদের বাইসাইকেলের প্রতি উৎসাহ বাড়বে।
বাইসাইকেল পরিবেশ বান্ধব। বাইসাইকেল দ্বারা পরিবেশের কোনরকম দূষণ হয় না। বাইসাইকেল দ্বারা মানুষ শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকা যায়। তাই সাইকেল চালানোর দিকে সকলকে গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বক্তব্য রেখে বলেন, খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্য থেকে অনেকটাই এগিয়ে আছে।
রাজ্যে দুটি আন্তর্জাতিক ফুটবল মাঠ, একটি হকি ময়দান, দুটি অ্যাটলেটিক টেক এবং দুটি টেনিস কোর্ট করা হয়েছে। আগামী দু-তিন বছরের মধ্যে রাজ্যে একটি সাইকেল টেক করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার চায় খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলে মেয়েরা অনেক বেশি এগিয়ে যাক। তাহলে রাজ্যের সুনাম অর্জন হবে। ইতিমধ্যে খেলাধুলায় ত্রিপুরার প্রতিভাবান ছেলেমেয়েরা বেশ কয়েকটি পুরস্কার জাতীয় স্তরে জয়ী হয়েছে। তাদের সফলতার জন্য ত্রিপুরা গোটা দেশের কাছে গর্বিত বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিংকু রায়।