আগরতলা, ১ জুন (হি. স.) : জুলাইয়ের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টার্ম-টু পরীক্ষার ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজ এই সংবাদ দিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তাঁর কথায়, ৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে।
প্রসঙ্গত, ত্রিপুরায় গত ডিসেম্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম ওয়ান পরীক্ষা সমাপ্ত হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিল ও মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষাও সমাপ্ত হয়েছে। মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ২৯৪ জন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৯৩১ জন। পর্ষদ সভাপতি জানান, আগামী ৩ জুন থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। এবার মাধ্যমিকের জন্য ৫টি ভ্যানুতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি ভ্যানুতে। উত্তরপত্র মূল্যায়নের কাজে প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষিকা যুক্ত হবেন। সাথে তিনি যোগ করেন, মাধ্যমিকে ৪০ জন এবং উচ্চ মাধ্যমিকে ৭০ জন প্রধান পরীক্ষক রয়েছেন। জুলাই প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।