স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : প্রয়াত নারী নেত্রী গৌরি পালকে শ্রদ্ধার সাথে স্মরণ করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার মেলারমাঠ স্থিত সিআইটিইউ অফিসে প্রয়াত গৌরি পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী সহ অন্যান্যরা।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে বলেন প্রয়াত গৌরি পাল জীবনের শেষ দিন পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে গেছেন। গৌরি পালের অসমাপ্ত কাজকে সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। খোয়াই মহকুমায় কোন ঘটনা ঘটলে গৌরি পাল ছুটে যেতেন।