স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : আগামী ২৯ মে থেকে ২৫ জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্য জুড়েও পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। এই অভিযানকে সফল করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলার অরুন্ধতীনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।
সেই সঙ্গে রাজ্যের আটটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাপতি কৃষি দপ্তরের আধিকারিক সহ মৎস্য এবং প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। কি করে এই অভিযানকে সফল করা যায় অর্থাৎ রাজ্যের একেবারে প্রান্তিক এলাকার কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।