স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : আগরতলা পুরনিগমের ১৪ নং ওয়ার্ডের ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এইদিন দুর্গা চৌমুহনীস্থিত বিপণী বিতানে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৪ নং ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দিপক মজুমদার আশা ব্যক্ত করেন কৃতি ছাত্র-ছাত্রীরা আগামিদিনে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন বর্তমানে শিক্ষার গুনগত পরিবর্তন হয়েছে। একটা সময় শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছিল। বর্তমানে ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষা দেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে।