Friday, June 20, 2025
বাড়িরাজ্যসাত দিনের শিশুর জটিল অস্ত্রপ্রচার

সাত দিনের শিশুর জটিল অস্ত্রপ্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : সাত দিনের শিশুর জটিল অস্ত্রপ্রচার হয় হাপানিয়া হাসপাতালে। শিশুটির বাবার নাম রিপন সূত্রধর। বাড়ি আগরতলা রানী খামার এলাকায়। শিশুটির জন্মের পর অন্ত্রের ম্যালরোটেশন ধরা পড়ে। তারপরই চিকিৎসক অস্ত্রপ্রচার করেন। শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাক জানান, গত ১০ মে আইজিএম হাসপাতালে শিশুটির জন্ম হয়।

জন্মের পর শিশুটি মাতৃদুগ্ধ পান করলে সাথে সাথে পিত্ত বমি হতো। তারপর শিশুটিকে আইজিএম হাসপাতাল থেকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক গোপা চ্যাটার্জী রেফার করেন হাঁপানিয়া হাসপাতালে। হাঁপানিয়া হাসপাতালে আনার পর শিশুটির এক্সরে এবং আলট্রা সাউন্ডের মাধ্যমে ধরা পড়ে অন্ত্রের ম্যালরোটেশনে আক্রান্ত। অর্থাৎ শিশুটি পেটের ডান পাশের নালী বা পাশে এবং বা পাশের নালী ডান পাশে। তারপর চিকিৎসক শিশুটির বাবা রিপন সূত্রধরকে জানান অতিসত্বর শিশুটির অস্ত্রপ্রচার করতে হবে।

 সাথে সাথে তাৎক্ষণিক শিশুটির অস্ত্রপ্রচার করা হয়। প্রায় দু’ঘণ্টা সময় লাগে। আজ শিশুটি অস্ত্রপচারের পর সাত দিন হয়েছে। বর্তমানে সুস্থ আছে শিশুটি। সঠিক সময় মত চিকিৎসা করানোর ফলে শিশুটির জীবন বেঁচে যায়। শনিবার হাঁপানিয়া হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। যদি ৮ থেকে ১০ দিন দেরি হতো তাহলে শিশুটির পেটের ভেতর নালীর পচন ধরে যেত। এ ধরনের জটিল চিকিৎসা হাঁপানিয়া হাসপাতালের জন্য বড় সফলতা বলে অভিমত ব্যক্ত করেন চিকিৎসক অনিরুদ্ধ বসাক। তিনি আরো জানান এ ধরনের জটিল চিকিৎসা হাঁপানিয়া হাসপাতালে আরো হয়েছে। সঠিক সময় মত চিকিৎসার কারণে বর্তমানে সুস্থ আছে বহু শিশু। এটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বড় চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য