স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কদমতলা থানা এলাকায়। এইবার ডাকাতির ঘটনা ঘটে কদমতলা থানার অন্তর্গত পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে। এলাকার বাসিন্দা আশুতোষ নাথের বাড়িতে ঘটে ডাকাতির ঘটনা। আশুতোষ নাথ জানান ডাকাত দলের সদস্যরা তার রান্না ঘরের দরজা ভেঙ্গে প্রথমে রান্না ঘরে প্রবেশ করে। তারপর মূল ঘরের দরজা ভাঙ্গার সময় তিনি শব্দ শুনতে পান। সাথে সাথে তিনি ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পান তিনটি মোবাইলের লাইট জ্বলছে।
তখন তিনি জানতে চান তারা কারা। ডাকাত দলের সদস্যরা তখন তার হাত ও মুখ বাধতে শুরু করে। এবং আশুতোষ নাথ সহ উনার মেয়ে অর্পিতা নাথ মাথায় বন্দুক সহ গলায় ধারালো অস্ত্র ধরে ঘরের ভিতরে থাকা আলমারির লকার থেকে নগদ ৩৩ হাজার ২০০ টাকা সহ ২টি মোবাইল ফোন সহ চার ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসেন বিধায়ক যাদব লাল দেবনাথ। বিধায়ক যাদব লাল দেবনাথ গোটা ঘটনা সম্পর্কে বাড়ির মালিকের কাছ থেকে অবগত হয়ে কদমতলা থানার পুলিশকে জানান অতি শীঘ্রই যাতে এই ডাকাতির দলকে আটক করে। এদিকে ২৪ ঘন্টার মধ্যে দুটি ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।