স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : বিশালগড় থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হরিশনগর চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে। জানা যায় বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে TR-07A-9137 নাম্বারের বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল।
বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় মামলা দায়ের করেন বিল্লাল মিয়া। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশ নগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে চোরেরা বাইকটি পাচার করতে না পেরে এই জঙ্গলে রেখে দিয়ে যায়। অপরদিকে সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় প্রায় সময় চুরি ছিনতাইর ঘটনা ঘটে চলছে। শনিবার সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিপাহীজলা নৌকাঘাট এলাকা পরিদর্শন করেন। এবং স্থানীয় ব্যবসায়ী সহ লোকজনদের সাথে কথা বলেন।