Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যশহরে লরির ধাক্কায় মৃত্যু ৭৪ বছর বয়সী বৃদ্ধার

শহরে লরির ধাক্কায় মৃত্যু ৭৪ বছর বয়সী বৃদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : দৌড়ে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মৃত্যু ৭৪ বছর বয়সী বৃদ্ধার। মৃতার নাম পুষ্প বালা দাস। ঘটনা বুধবার সকালে রাজধানীর কামারপুকুর পাড় এলাকায়।

মৃত মহিলার বাড়ি উত্তর আড়ালিয়া লোকনাথ পাড়া এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা নাগাদ মহিলাটি রাস্তা দৌড়ে পারাপার হওয়ার সময় লরির ধাক্কায় মাটিতে পড়ে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় ঘাতক গাড়ির নম্বর টি আর ০১ এ ডি ১৮৯৫ । পুলিশ গাড়িটি আটক করেছে। অথচ গাড়িচালক পলাতক। খবর পেয়ে জিবি হাসপাতালের মর্গে ছুটে আসে মৃতার পরিবার। কান্নায় ভেঙে পড়ে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য