স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস। এইদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দলীয় নেতৃত্বরা। সেখান থেকে সকলে চলে যান গান্ধী ঘাট শহীদ বেদীতে। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে।
পাশাপাশি গান্ধী ঘাট এলাকায় সেবা দলের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আত্ম নির্ভর ভারত গড়ার স্বপন দেখেছিলেন। তিনি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে অন্যতম জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। ভারতের যুব সমাজ এখনো রাজীব গান্ধিকে স্মরণ করে। বর্তমান সময়েও রাজীব গান্ধী প্রাসঙ্গিক বলে জানান তিনি।