স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে :পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে একের পর এক অভিযোগ পিছু ছাড়ছে না। এবার অভিযোগ উঠেছে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হীরালাল দেবনাথ বিরুদ্ধে। পুরনিগম প্রতিটি ওয়ার্ডে প্রচুর টাকা দিলে ও জনসাধারণের জন্য কাজের কাজ কিছুই হচ্ছে না যেমন রাস্তাঘাট, ড্রেন। এমন অভিযোগ করলেন ১১ নম্বর ওয়ার্ডের উজান অভয়নগর ব্রিজ সংলগ্ন বাসিন্দারা।
তাদের অভিযোগ বিগত বহু বছর ধরে এই এলাকার উন্নয়নের কাজ হয়নি। ড্রেইন ও আবর্জনার কারণে জনগণের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গা। রাস্তার মাঝে আবর্জনা স্তুপ জমে আছে। পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথ এই বিষয়ে উদাসীন বলে অভিযোগ। এলাকার জনগণ জানান পুরনিগম নির্বাচনের সময় জনগণের কাছে ভোট চাইতে এসেছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথ। ভোটে জয়ী হওয়ার পর আর এখন কোন দেখা দিচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে এক এক ব্যক্তি জানান, বিভিন্ন অসুবিধা সম্মুখীন কিন্তু সে বিষয়ে কর্পোরেটর হীরালাল দেবনাথ জানা থাকলেও তিনি চুপ করে বসে আছেন।