স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : মনিপুরে শিরুই লিলি উৎসব ২০২৫ -এর উদ্দেশ্যে রওনা হয়েছেন ফি সোল রিডার্স এবং ইমারজেন্সি ব্লাড কর্তৃপক্ষ। রাজ্যের ছয় বাইক রিডার্স সেখানে গিয়ে রক্তদানে এগিয়ে এসে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে মানুষকে সচেতন করবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে পার্থজিত দাস জানান, রক্তদান মহৎ দান। রক্তের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে মানুষকে রক্তদানের সচেতনতা করতে এবং মুমূর্ষ রোগীকে সময়মতো রক্ত তুলে দিতে কাজ করছে তাদের সংগঠন। তারা সব সময় চেষ্টা করেন যাতে রক্তের অভাবে কারোর মৃত্যু না হয়। দীর্ঘদিন রাজ্যে সামাজিক এই দায়িত্ব পালন করার পর এবার রাজ্যের বাইরেও গিয়ে তারা সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে । বর্তমানে সচেতন করার জন্য ফি সোল রিডার্স এবং ইমারজেন্সি ব্লাড মনে পড়ে পৌঁছে গেছেন।