স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ। মৃত ব্যক্তির নাম প্রদিপ দেবনাথ। ঘটনাটি ঘটে সোমবার রাতে কল্যাণপুর-তেলিয়ামুড়া সড়কের মোহরছড়া এলাকায়। পলাতক ঘাতক গাড়ির চালক সুশান্ত দেবনাথ। জানা যায়, কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগর এলাকার বাসিন্দা সুশান্ত দেবনাথ। পেশায় সে একজন সরকারি কর্মচারী। সোমবার রাতে সে মদমত্ত অবস্থায় নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে তেলিয়ামুড়া থেকে কমলনগর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।
অপরদিকে মোহরছড়া বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় প্রদিপ দেবনাথ। প্রদিপ দেবনাথ মোহরছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর সুশান্ত দেবনাথ মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং প্রদিপ দেবনাথকে সজোরে ধাক্কা মারে। এতে অনেকটা দূরে ছিটকে পরে গুরুতর ভাবে আহত হয় প্রদিপ দেবনাথ। স্থানীয় এক ব্যক্তি জানান তিনি বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান প্রদিপ দেবনাথ রাস্তায় পরে রয়েছে। আর একটি গাড়ি ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে তিনি স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রদিপ দেবনাথকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।
কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর প্রদিপ দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেন। স্থানীয় অপর এক ব্যক্তি জানান প্রদিপ দেবনাথ বাড়িতে যাওয়ার সময় সুশান্ত দেবনাথ গাড়ি নিয়ে এসে প্রদিপ দেবনাথকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদিপ দেবনাথ। ঘাতক গাড়ি চালক সুশান্ত দেবনাথ একজন সরকারি কর্মচারী। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি চালক সুশান্ত দেবনাথ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে একাধিক মদের বোতল রয়েছে বলেও জানান তিনি। এইদিকে ঘটনার পর ঘাতক গাড়ির চালক সুশান্ত দেবনাথ নিজের অর্থবলকে কাজে লাগিয়ে একাংশ শাসক দলীয় নেতাকে ম্যানেজ করে গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশি ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।