স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : রাতে কাজ থেকে বাড়ি ফিরে স্বামী দেখতে পেলেন তার স্ত্রী পরপুরুষের সাথে অসংলগ্ন অবস্থায় আছে। স্ত্রীকে বাধা দিতেই আক্রান্ত স্বামী। ঘটনা রাজধানীর আড়ালিয়া উড়িয়া পাড়া এলাকায়। অভিযুক্ত স্ত্রী আদালতের মুহুরী বলে জানা যায়। জানা যায়, সোমবার সেই মহিলার স্বামী কাজের জন্য বিলোনিয়া গিয়ে রাতে ফিরে আসে বাড়ির উদ্দেশ্যে। রাতে ঘরে আসতেই দেখেন অন্য দুই পুরুষের সাথে বিছানায় তার স্ত্রী।
তখন সেই দুই পুরুষ বিছানা ছেড়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। তখন অসহায় স্বামী চিৎকার করতে থাকে তখন অভিযুক্ত মহিলা লাঠি ও দা দিয়ে স্বামীকে আঘাত করতে থাকে। এবং স্বামীকে মারধর করতে সহযোগিতা করেন সেই মহিলার আগের সংসারে ছেলে। স্বামী তাদের হাত থেকে কোন মতে ছাড়া পেয়ে দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে ওই বাড়ির লোকজনেরা তাকে আনন্দনগর হাসপাতালে নিয়ে যায়।
এবং সেখান থেকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। মঙ্গলবার সকালে শ্রীনগর থানায় আক্রান্ত স্বামীর পক্ষ থেকে একটি মামলা করা হয়। অপরদিকে গ্রামবাসীরাও থানাতে জানায় এই মহিলাকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য। নয়তো এলাকার পরিবেশ খারাপ হচ্ছে। এই এলাকার মধ্যে দেহ ব্যবসা করা যাবে না। এলাকাবাসী আইন হাতে নিতে চায় না। উল্লেখ্য, আনন্দ নগর উড়িয়া পাড়ার এই ব্যক্তির সাথে প্রায় ১০-১২ বছর আগে বিয়ে হয় ক্যাম্পের বাজার এলাকার অভিযুক্ত মহিলার সাথে। সে মহিলা আগেও আরেকটি বিয়ে করেছিল। কিন্তু স্বামীকে ফেলে এসে এই ব্যক্তির সাথে দ্বিতীয়বার বিয়ে করে। তারপর স্বামীকে অন্ধকারে রেখে অভিযুক্ত মহিলা চালিয়ে যাচ্ছে দিব্যি দেহ ব্যবসা।