স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : নির্বাচনী প্রচারে বের হয়ে প্রার্থীর নাম ঘোষনা করলেন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত সভাপতি জানান আসন্ন উপনির্বাচনে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়াই করবেন আশীষ কুমার সাহা। আশীষ কুমার সাহাকে এলাকায় প্রতিটি ঘর থেকে সমর্থন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
মিছিলের অগ্রভাগে উপস্থিত বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের লড়াকু নেতা তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এলাকার গণদেবতাদের কাছ থেকে নতুনভাবে রায় নিয়ে পদযাত্রায় শামিল হয়েছে। আর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের যে জয় তা অব্যাহত রাখতে গণদেবতা দের কাছে আহ্বান জানানো হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা। আজকের মিছিল থেকে বার্তা দেওয়া হচ্ছে যারা চার বছরের অধিক সময় ধরে রাজ্যে শাসনে আছে, তারা শান্তি সম্প্রীতি উন্নয়ন কিছুই দিতে পারেনি। রাজ্যের মানুষকে উপহার দিয়েছে বাইক বাহিনী।
সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে বিজেপি। তাই বিজেপি সরকারের প্রতি মানুষের অবিশ্বাস এবং ঘৃণা সৃষ্টি হয়েছে। তাই কংগ্রেস মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে বদ্ধপরিকর বলে জানান তিনি। শ্রী সাহা আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি নিজ এলাকায় অন্ন বস্ত্র বাসস্থানের মত মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। আর এর জন্য তিনি সরকারকে সরাসরিভাবে দায়ী করেন এদিন। যারা রাজ্যের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে কংগ্রেস উপনির্বাচনে চারটি আসনে জয় নিশ্চিত করতে ময়দানে নেমেছে। সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে ২৯৯ প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে বিজেপি। তাই প্রতারকদের উৎখাত করতে কংগ্রেস মাঠে নেমেছে। উপনির্বাচন ঘোষণা হতেই ময়দানে শাসক দলকে চ্যালেঞ্জ করে ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে প্রস্তুত কংগ্রেস। রবিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবন থেকে শহরের অন্যতম স্পর্শকাতর’ বিধানসভা কেন্দ্র বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করে কংগ্রেসের কর্মী-সমর্থকরা। প্রচারে মুখ ছিল প্রার্থী আশীষ কুমার সাহা। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে মিছিলটি সংঘটিত করে পরিবর্তনের ডাক দেয় কংগ্রেস কর্মীরা। এদিন মিছিল থেকে কংগ্রেস কর্মী-সমর্থকরা স্লোগান তোলে ১৮ -তে ছিল ভুল, আর নয় পদ্ম ফুল!