স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : নির্বাচনী আচরণ বিধি ভাঙ্গার দায়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে নোটিশ দিল নির্বাচন কমিশন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন যে সরকারি পরিবহন ব্যবহার করে মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সঙ্গে অফিশিয়াল কাজ এবং নির্বাচন সংক্রান্ত কাজ সম্পন করেছেন সম্প্রতি উত্তর এবং ধলাই জেলা সফরকালে।
যা সম্পূর্ণভাবে নির্বাচন বিধি লংঘন করে। অভিযোগ তুলেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গত ২৮ মে। এদিন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আধিকারিক তিন দিনের মধ্যে জবাব চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের আধিকারিক মুখ্যমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশটি পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে যদি উপস্থিত না হন তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ সূত্রে জানা যায়।