স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : জাতীয় সড়কের বেহাল দশা। চলছে নির্মাণের কাজ। বর্ষার মরশুম হওয়ায় রাস্তার অবস্থা আরও তীব্র বেহাল দশায় পরিণত হয়েছে। অভিযোগ, বহির্রাজ্যের কোম্পানির গাফিলতিতে আঠারোমুড়া পাহাড়ে যান দুর্ভোগ চরমে। জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার বেহাল অবস্থা পরিণত হয়ে আছে।
প্রায় এক বছর যাবৎ আসাম আগরতলা জাতীয় সড়কের কাজ চলছে। সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে পরে যার ফলে প্রায় সময়েই চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। মূলত যে সংস্থাটি জাতীয় সড়কের কাজের বরাত পেয়েছে তাদের কাজ নিম্নমানের বলে অভিযোগ যান চালকদের। ফলে নিত্যদিন জাতীয় সড়কে চলাচল করতে দূর পাল্লার মাল বোঝাই লড়ি, যাত্রীবাহী ছোট বড় গাড়ি সহ রোগী নিয়ে আসা এম্বুলেন্সও আটকে পড়ছে। গত দুদিনে লাগাতর বৃষ্টির দরুন পুনরায় রাস্থা বেহাল অবস্থায় পরিনত হয়ে পড়েছে রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ এই ধরনের ত্রুটিপূর্ণ রাস্তার কাজ দীর্ঘমেয়াদী হবে না। রাস্তায় ধরনের অভাবনীয় কাজে তীব্র অসন্তোষ স্থানীয়দের মধ্যে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় অভিজ্ঞ মহল।