স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে : বিকাশ ত্রিপুরায় রাস্তার বেহাল দশা। প্রতিবাদে উদয়পুর পুর পরিষদের এলাকায় বদর মোকামের রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে উদয়পুর পুর পরিষদের সাত এবং আট নম্বর ওয়ার্ডের বদরমোকামের রাস্তা সংস্কার ও জল যাবার জন্য ড্রেইনের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল জমে যায়।
এলাকার লোকজনের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এনিয়ে বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য। যতবার রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য বলা হচ্ছে ততবারই বলা হচ্ছে ইতিমধ্যেই কাজ শুরু হবে। অথচ গত এক বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার জল যাবার জন্য ড্রেইন নির্মাণের কাজ হচ্ছে না। ফলে বাধ্য হয়ে সোমবার সকালে এলাকাবাসী বদরমোকামের রাস্তায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে। ফলে আটকে পড়ে বহু যানবাহন। এলাকাবাসীর দাবি রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য অতিদ্রুত কাজ শুরু করতে হবে। সূত্রে খবর পরবর্তী সময় উদ্বোধন কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্রস্ত করে। তারপর পথ অবরোধ তুলে নেওয়া হয়।

