স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে : আগরতলা স্থিত বটতলা রাজধানী মার্কেট সংলগ্ন দাস ইনফোটেক মোবাইলের দোকানে থাবা বসায় চোরের দল। ঘটনা রবিবার রাতে। সোমবার সকালে আটটার নাগাদ দোকান খুলে চোখ ছানাবড়া হয়ে যায় দোকানের কর্মচারীর। দেখে দোকানের সিলিং কেটে প্রবেশ করেছে চোর।
চোরের দল নিয়ে যায় নতুন, পুরাণ একাধিক মোবাইল ফোন। খবর দেওয়া হয় বটতলা ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে বলে জানান দোকান মালিক সঞ্জীব দাস। তিনি আরো জানান, এই চোরের ঘটনায় তার কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষপথে হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে তদন্ত করে দেখছে।

