Saturday, June 14, 2025
বাড়িরাজ্যপ্রতিবাদে সরব হল প্রদেশ যুব কংগ্রেস

প্রতিবাদে সরব হল প্রদেশ যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে :রাজধানীতে প্রতিবাদে সরব হল প্রদেশ যুব কংগ্রেস। বিহার সরকারের নির্দেশে বিহার পুলিশ প্রশাসন দিয়ে জননায়ক রাহুল গান্ধীর সাথে অমানবিক আচরণ ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এইদিন সরব হয় যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এইদিন রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিহারের মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা পুড়ানো হয়।

 উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। তিনি এক সাক্ষাৎকারে জানান দুইদিন পূর্বে রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে বিহারে গিয়েছিলেন। বিহারের আম্বেদকর হোস্টেলে দলিত ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করার কথা ছিল রাহুল গান্ধীর। সেখানে যাওয়ার পর রাহুল গান্ধিকে আটকে দেওয়া হয়। গেইট বন্ধ করে দেওয়া হয়। তার প্রতিবাদে এইদিনের বিক্ষোভ কর্মসূচি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য