স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : মিস কলে চাকুরি মিলেনি। যুবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। তাই ২০২৩ নির্বাচনের আগে ঘর গোছাতে যুবকদের আবার দলে টানছে শাসক দলের যুব মোর্চা। শুক্রবার যুব মোর্চার হাতেগোনা কয়েকজন কর্মী
জনসংযোগে বের হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধানসভা কেন্দ্র বনমালীপুরের পারিবারিক জনসংযোগ করে যুবশক্তিকে ভারতীয় জনতা পার্টির সাথে আসার জন্য আহ্বান জানান। প্রচারে বের হওয়া যুব মোর্চার কর্মীরা জানান, বাড়ি বাড়ি জনসংযোগে গিয়ে যুবকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তারি পাঠরত যুবকদের তারা আমন্ত্রণ জানায় তাদের মত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অভিযান করার জন্য। তবে ভাজপা যুব মোর্চা কর্মীদের হতাশা দূর করতে যুবকদের কাছ থেকে এতটাই ভরসা যথেষ্ট বলে অভিমত রাজনৈতিক অভিজ্ঞমহলের। বিশেষ করে আসন্ন উপ নির্বাচনে দলের হয়ে কাজ করার কর্মী নেই। অসহায় হয়ে পড়েছেন নেতৃবৃন্দ। ফলে কপালে চিন্তার ভাঁজ। ইতিমধ্যে যদি দলে যুব কর্মীদের না আনতে পারে তাহলে আগামী সেমিফাইনাল ম্যাচে জয় পাওয়া বড় অসাধ্যকর হয়ে পড়বে।