স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : শনিবার সকালে অ্যাঙ্গালিং এন্ড অ্যাকুয়াটিক কন্সেরভেশন সোসাইটি অফ ত্রিপুরার উদ্যোগে এম বি বি কলেজ লেইকে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন, যারা মাছ শিকার করতে উৎসাহী তাদের জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয়। এতে করে মানুষের মাছ শিকারের প্রতি উৎসাহ আরো বেশি বাড়বে। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে একটি বড় ভূমিকা পালন করবে বলে জানান তিনি। আরো বললেন মাছ ধরার মধ্যে দিয়ে মানুষের মানসিক আনন্দ আসে। তাই সরকার শহরের জলাশয় গুলি সংস্কার করে মাছের পোনা ফেলার ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে মাছ শিকারে উৎসাহীরা মাছ ধরতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্ব।