Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যঅসামাজিক কাজ করতে গিয়ে আটক ৭

অসামাজিক কাজ করতে গিয়ে আটক ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : বাড়ির লোকের অবর্তমানে দিনদুপুরে ভাড়াটিয়া ঘরে চলছিল অসামাজিক কাজ। এলাকাবাসী টের পেয়ে আটক করতে সক্ষম হয় ৬ জন মহিলা সহ একজন পুরুষকে। ঘটনা রাজধানীর কুমারী টিলা এলাকায়।

অভিযোগ বাড়িতে দুই মহিলা দীর্ঘদিন ধরে সকাল-বিকেল অসামাজিক কাজ করে আসছে। বিষয়টি লক্ষ করে এলাকাবাসী। শনিবার সকাল থেকে বাড়িতে চলছিল বহির এলাকার মানুষের যাতায়াত। দুপুরের নাগাদ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বাড়িতে হানা দেয়। ঘটনাস্থল থেকে তিনজন পুরুষ পালিয়ে যেতে সক্ষম হলেও একজন পুরুষকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তার নাম মতিলাল রেড্ডি। পাশাপাশি বাড়িতে আরো ৬ জন মহিলাকে আটক করতে সক্ষম হয়। এলাকাবাসীর অভিযোগ বাড়ির মালিক শেখর পাল গত ১১ মে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে গেছেন। সেই সুযোগ নিয়ে বাড়ির ভাড়াটিয়া ঘরে গত কয়েকদিন যাবত বহির এলাকায় যুবক-যুবতী এনে অসামাজিক কাজ করে চলেছে। বিষয়টি বুঝতে পেরে সংঘবদ্ধভাবে তাদের আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে আটক হওয়া মহিলাদের অভিযোগ তারা বাড়িতে ওঝা এনে ঝাড়ফুঁক কাজ করছিলেন। সেই সূত্রপাতে বাইরের এলাকার মানুষ তাদের বাড়ি এসেছিল। তারা কোন রকম অসামাজিক কাজের সাথে জড়িত নয় বলে জানায়। এলাকাবাসীর অভিযোগ খণ্ডন করে বলে আইনের দ্বারস্থ হবে তারা। পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ এবং পূর্ব মহিলা থানার পুলিশ। পুলিশ আটক হওয়া পুরুষ-মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এলাকাবাসীর আরো বক্তব্য দীর্ঘদিন ধরে এভাবে অসামাজিক কাজ চলে আসছে বাড়িতে। সম্প্রতি বাড়ির মালিক বাইরে চলে যাওয়ায় নারী-পুরুষের আনাগোনা বেড়েছে বাড়িতে। তাই এলাকাবাসী আটক করেছে। পুলিশ যাতে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবী জানায় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য