স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে : বি এস এফ -এর লাঠির আঘাতে আহত স্কুল ছাত্র। আহত ছাত্রের নাম ফয়সাল হোসেন। ঘটনা শ্রীমন্তপুর এলাকায়। আহত ছাত্রকে দ্রুত নিয়ে যাওয়া হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা যায় আহত ছাত্র বিএসএফের নির্দেশকে মান্যতা না দিয়ে সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দরের নিকট ভারত-বাংলাদেশ সীমান্তে ছুটে যাওয়ার চেষ্টা করে। তখনই বিএসএফ লাঠি দিয়ে ছাত্রের উপর আঘাত করে।
আহত ছাত্রের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায়। পরে তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রের পরিবারের সদস্যরা। আহত ছাত্রের পিতার নাম জুলহাস মিয়া মৌশান। তবে ছাত্রকে বেধরক ভাবে মারধোর করেছে বলে অভিযোগ করেন শ্রীমন্তপুর ১ নং ওয়ার্ডের মেম্বার। এই ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবিতে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।