স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে :রাজধানীর জয়পুর এলাকায় এক বাড়ি থেকে জলের মোটর সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করার দায়ে এলাকাবাসীদের হাতে আটক এক চোর। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জয়পুর এলাকার সজাগ নাগরিক। ঘটনার বিবরনে জানা যায় অভিযুক্ত চোর গত কয়েক বছর যাবত এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করে চলছে। তার দিকে নজর রাখছিল এলাকাবাসী। আজ কৌটা খাওয়ার সময় তাকে আটক করা হয়।
সোহেল হোসেন নামে এক ব্যক্তি জানান উনার বাড়ি থেকে শনিবার ভোর চারটা নাগাদ বাড়ি থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার, মোটর, নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় সিসি ক্যামেরায় উঠে আসে সে চুরি করেছে। তার বাড়ি রামনগরে। রবিবার তাকে জয়পুর এলাকা থেকে আটক করা হয়েছে। তারপর তাকে মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।