স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে :গত ২২ এপ্রিল ভূস্বর্গের পহেলগাওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তারপর অপারেশন সিঁদুর দিয়ে এর মুখ্য জবাব পাকিস্তানকে দিয়েছে ভারতীয় সেনারা। এ উপলক্ষে ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে রবিবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয়। এই মিছিল থেকে ভারতীয় বীর সেনাদের অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
তিনি ভারতীয় সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন সন্ত্রাস কোনভাবেই মেনে নেবে না ভারত বর্ষ। এর বিরুদ্ধে ভারত বর্ষ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এবং এমন জঙ্গি হামলার চেষ্টা যদি ভারতের উপর হয় তাহলে ভারতীয় সেনারা এর মুখ্য জবাব দিতে প্রস্তুত আছে। তিনি ভারতবর্ষের সেনাদের শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, ভারতের বীর সেনারা ভারতবর্ষের মর্যাদা অখুন্ন রেখেছে। তাদের জন্য ভারত বর্ষ উজ্জ্বল বলে জানান সাংসদ। এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।