স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মে :বিশ্রামগঞ্জ চেছুড়িমাই এলাকায় এক দোকানে লুটপাট। ঘটনা শনিবার গভীর রাতে ব্যবসায়ী গৌতম ভৌমিকের দোকানে। ব্যবসায়ী গৌতম ভৌমিক জানান, শনিবার রাতে ব্যবসা-বাণিজ্য শেষ করে দশটার নাগাদ দোকানে তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। রবিবারে সকালবেলা দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। দোকানের তালা ভাঙ্গা দেখেই সন্দেহ হয় দোকানে চুরি হয়েছে।
দোকানে ঢুকে ব্যবসায়ী গৌতম ভৌমিক দেখতে পান তার ২৫ হাজার টাকা ফ্রিজ, দামি চা এবং কফির মেশিন, ঠান্ডা পানীয়, চকলেট, মসলা, ফ্ল্যাগ সিগারেট, সহ সবকিছু নিয়ে যায় চোলের দল। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে। মাত্র আড়াই মাস হয়েছে তিনি দোকান দিয়েছেন। স্বামী-স্ত্রী দুজনে মিলে দোকানদারি করেন। খবর পেয়ে ছুটে আসে, বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছেন। চেছুড়িমাই এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের পাশে ব্যবসা-বাণিজ্য করা সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।