স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : রাজ্য সরকার শিক্ষা দপ্তরের কিছু স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করা তীব্র বিরোধিতা প্রকাশ করল বাম ছাত্র সংগঠন। সরকারের এ ধরনের সিদ্ধান্তের কারণে সরকারি স্কুলের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। সরকারের এ ধরনের সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন এবং হীনমন্যতাবোধ তৈরি হবে।
তাই এই বৈষম্য মূলক ব্যবস্থা গ্রহণের তীব্র বিরোধিতা জানায় এস এফ আই এবং টি এস ইউ। তাই এই বিষয়টি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি জানানো হয় সমস্ত উচ্চ বিদ্যাজ্যোতি প্রকল্পের মতো অনুরূপ সুযোগ-সুবিধা দিয়ে আরো উন্নয়ন করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্রছাত্রীদের উপর কোনরকম আর্থিক চাপ ছাত্র-ছাত্রীদের উপর সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে প্রশাসনিকভাবে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবি জানানো হয় বলে জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। প্রতিনিধিদলে এছাড়া উপস্থিত ছিলেন নেতাজি দেববর্মা এবং দীপাঞ্জন সরকার সহ অন্যান্যরা।