স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :বন্যা হলে চিড়া, গুঁড় মিলবে এটা নিশ্চিত। অথচ এলাকার রাস্তাঘাট এবং ড্রেন সংস্কার করা ও পরিষ্কারের কোন নাম গন্ধ নেই আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ড এলাকার রঞ্জিত নগরে। গত চার থেকে পাঁচ বছর ধরে বেহাল রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে স্থানীয়রা। তারপরেও এখন পর্যন্ত তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ।
রঞ্জিত নগর এলাকাবাসী জানান, সামনেই বর্ষার মরশুম। এই সময়ে ড্রেনগুলির মধ্যে যদি আবর্জনা থাকে তাহলে বাড়িঘরে অন্যান্য বছরে মতো জল ওঠার সম্ভাবনা প্রবল। একই সাথে এলাকায় রাস্তাঘাটের অবস্থা বেহাল। অবিলম্বে যদি রাস্তাঘাট গুলি সংস্কার না করে তাহলে তাদের সমস্যা বর্ষাতে আরো বাড়বে। তারা আরও জানান, এ বিষয়ে জানানো হয়েছে ওয়ার্ড অফিসে। স্থানীয় কোপারেটর স্নিগ্ধা দাস এলাকাবাসীকে বহুবার আশ্বস্ত করেছেন এই সমস্যাগুলো সমাধান করে দেবেন বলে। দিনের পর দিন যাচ্ছে আর বর্ষার সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। অথচ এলাকার ১০ থেকে ১২ টি পরিবারের এই সমস্যার দিকে কোন নজর নেই কর্পোরেটরের। এক প্রকার ভাবে হতাশ এলাকাবাসী। সংবাদ প্রকাশের পর এখন দেখা কবে নাগাদ কাজ হয়। এলাকাবাসী লাগাতার অভিযোগ জানিয়ে আসবে বলে জানান। যেদিন বিকাশ ত্রিপুরার ছোঁয়া লাগবে সেদিন ভরসা।