স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :কমলপুর-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মলয়া গঙ্গা নগর গ্রামের মলয়া হাওরের এক গর্ত থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হবে। এইদিন বিকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে কমলপুর থানার পুলিশকে খবর দেয়। কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
কমলপুরের মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা জানান মলয়া-গঙ্গা নগরের মাঝে মলয়া হাওরের একটি গর্ত থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।