স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :শাসক দলীয় নেতার পোল্ট্রি ফার্মের কারনে চড়িলাম চৌমুহনী পাড়ায় মাছির তাণ্ডবে অতিষ্ঠ সাধারন জনগণ। জানা যায় চড়িলাম চৌমুহনী পাড়ায় শাসক দলীয় এক নেতার পোল্ট্রি ফার্ম রয়েছে। নিয়মিত সেই পোল্ট্রি ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। শুধু তাই নয় পোল্ট্রি ফার্মের চার পাশে যেন মশা মাছির উপদ্রব বৃদ্ধি না পায়, তার জন্য ছড়ানো হয় না কোন ধরনের ঔষধ।
যার কারনে গোটা চৌমুহনী পাড়ায় বর্তমানে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে মাছির উপদ্রব। আর এই মাছির উপদ্রবের কারনে সোমবার এলাকার এক বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান পণ্ড হয়ে যায়। জানা যায় এলাকার বাসিন্দা আশিস করের বাড়িতে এইদিন আশিস করের মায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ছিল। এই শ্রাদ্ধানুষ্ঠানে ৩০০ জন লোক আমন্ত্রিত ছিল। কিন্তু মাছির তাণ্ডবের কারনে মাত্র লোক এসেছে ২ জন। ফলে আশিস করের বাড়িতে ৩০০ জন লোকের জন্য রান্না করা খাবার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যায়। আশিস কর জানান এইদিন ওনার মায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ছিল।
অনুষ্ঠানে ৩০০ লোককে আমন্ত্রণ জানানো হয়। ৩০০ জনের জন্য রান্না করা হয়। লোকও আসে, কিন্তু মাছির উপদ্রব দেখে আমন্ত্রিত লোকজন খাবার না খেয়ে চলে যায়। ফলে রান্না করা সকল খাবার নষ্ট হয়ে যায়। রান্না করা খাবারে মাছি পরে রয়েছে। পোল্ট্রি ফার্মের মালিককে বারে বারে এই বিষয়ে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এলাকার শাসক দলীয় নেতারাও এই বিষয়ে অবগত রয়েছেন। কিন্তু সকলে নিরব ভূমিকা পালন করে যাচ্ছেন।