স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :ন্যায্য মূল্যের দোকানে সাধারণত জনগণের স্বার্থে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করা হয়। কিন্তু বর্তমান সময়ে ন্যায্য মূল্যের দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীমূল্য লাফিয়ে বাড়াটা কোন অপ্রত্যাশিত নয় জনসাধারণের জন্য। আবারো জনসাধারণকে ঘুমে দেখে রেশনে মসুর ডালে মূল্য একলাফে বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে রয়েছে কিনা সেটা অনেকটাই চিন্তার বিষয়। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ষ্পষ্টিকরণ সামনে আসেনি।
ভোক্তারা যখন রেশনে ডাল ক্রয় করতে যায় তখন জানতে পারে বিপিএল ভোক্তাদের জন্য ডালের মূল্য ৫৭ টাকা থেকে বৃদ্ধি হয়ে ৬২ টাকা হয়েছে। অপরদিকে এপিএল ভোক্তাদের জন্য ডাল ৮২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮৭ টাকা হয়েছে বলে জানান বিজয় চক্রবর্তী নামে এক রেশন ডিলার। গত দুই দিন ধরে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে গিয়ে ভোক্তরা ডাল কিনতে চিন্তায় পড়ছে। কারণ একভাবে এতটা মূল্য বৃদ্ধি পাওয়া সাধারণত গরিব মধ্যবিত্তির জন্য নয়। এমনটাই মনে করছে ভোক্তারা। ভোক্তাদের অভিমত এখন রেশন থেকে ডাল ক্রয় করার চেয়ে বাজার থেকে ডাল ক্রয় করা ভালো। কারণ ন্যায্য মূল্যের দোকানের ডালের সাথে বাজারের দোকানের ডালের মূল্যে তেমন বেশি ফারাক নেই। অনেকে এমনটাই ভেবে ডাল না নিয়ে রেশন থেকে বাড়িতে ফিরছে। কয়েক মাস আগে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছিল, এবার ডাল!