স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : শনিবার তথা ২১ মে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সদর জেলা কংগ্রেস পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেস ভবনে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সদর জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত সিংহ।
তিনি বলেন, দেশের সবচেয়ে কম বয়সে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী সময়ে দেশের জন্য আত্ম বলিদান করেন। তাই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী সামাজিক কর্মসূচির মাধ্যমে সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে সদর জেলা কংগ্রেস। রক্তদান শিবির সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে কর্মী-সমর্থকরা উৎসাহের মেজাজে অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।