স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ এপ্রিল: বর্তমান সরকার স্বচ্ছতার নিরিখে চাকরি প্রদান করছে। রাজ্যের যুবক-যুবতীদের এখন আর কোন নেতাকে ধরে চাকরি নিতে হয় না। কোন রাজনৈতিক দল বছরের পর বছর তাদের আশা জাগিয়ে রাখতে পারে না। ২০১৮ – ১৯ অর্থবছর থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৯৪২ জনকে স্বচ্ছতা মেনে চাকুরি প্রদান করেছে বর্তমান সরকার। এবং ২০২৫ সালে এপ্রিল মাস পর্যন্ত ৩ হাজার ২৯৬ জনের চাকরি হয়েছে। তাদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে। যাদের চাকরি দেওয়া হয়েছে তারা সরকারি নীতির নির্দেশিকা মেনে জনকল্যাণে কাজ করবে। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চাকরিপ্রাপ্যদের হাতে অফার তুলে দিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, যারা নতুন চাকরি পেয়েছেন তাদের সরকারি নীতি নির্দেশিকা মেনে জনকল্যাণে কাজ করতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতি মুক্ত প্রশাসনের আহ্বান করেছেন। কিন্তু মাঝেমধ্যে যখন দুর্নীতির সাথে যুক্ত কোন অফিসারের নাম সামনে আসে তখন অত্যন্ত দুঃখ হয়। তাই দুর্নীতি থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে আহ্বান জানান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। মানুষের জন্মের আগে থেকে মৃত্যুর পরে পর্যন্ত এই দপ্তর দায়িত্ব পালন করে। বর্তমান সরকার রাজ্যের অর্ধেক পরিবারকে সামাজিক ভাতা প্রদান করে চলেছে। দিব্যঙ্গ ভাতা পেতে গেলে আশি শতাংশ শারীরিকভাবে দুর্বল হতে হয়, কিন্তু একমাত্র ত্রিপুরা রাজ্যেই ৬০ শতাংশ দুর্বলদের দিব্যাঙ্গ ভাতা দেওয়া হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা করেছে। উল্লেখযোগ্য ভাবে গত কয়েকদিন আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা মানসিকভাবে দিব্যাঙ্গদের জন্য মাসিক ভাতা ৫০০০ টাকা করার। সুতরাং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর এই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে আগামী দিনে আরও বেশি দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী টিংকু রায়। তিনি আরো বলেন কর্মচারীদের সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে। দায়িত্ব বেশি নিয়ে কাজ করতে হবে। নাহলে জবাবদিহি হতে হবে মানুষের কাছে। মন্ত্রী নতুন চাকরিপ্রাপ্যদের শুভেচ্ছা জানান। রাজ্যের কর্মচারীরা বিকাশ ভারতের সৈনিক হিসেবে আগামী দিন দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন মোট ৪৭৯ জনের হাতে চাকরির অফার তুলে দেওয়া হয়।