স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ এপ্রিল: রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, ঔষধের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সরব হলো সিপিআই। রবিবার আগরতলা কৃষ্ণনগর ঠাকুর পল্লী স্থিত জুনু দাস ভবনের সামনে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা। উপস্থিত সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য বলেন, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে মূল্যবৃদ্ধি পাচ্ছে জীবনদায়ী ঔষধের এবং রান্নার গ্যাসের মূল্য। যার কারণে বাজারে গিয়ে মানুষের জিনিসপত্র ক্রয় করতে হিমসিম খেতে হচ্ছে। অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না।
উদ্বেগ জনক বিষয় হলো রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতাল গুলির বাজে অবস্থা। কিন্তু রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বলছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। কিন্তু প্রতিদিন রোগীরা হাসপাতাল গুলির মধ্যে গিয়ে সঠিকভাবে পরিষেবা না পেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই এই কর্মসূচি থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আরো দাবি করলেন রেগা এবং টুয়েপের পর্যাপ্ত কাজ ও শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য।