স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ এপ্রিল: টাকারজলা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় বিশালগড় উত্তর রাউৎখলার নুরুল হকের বাড়ি থেকে৷ তিনদিন আগে টাকারজলা থানাধীন অমরেন্দ্রনগর এলাকার ডিয়াম জমাতিয়ার এই বাইকটি চুরি হয়।
রবিবার সকালে পুলিশের গোয়েন্দা শাখার তৎপরতায় বিশালগড় থানার পুলিশ এই বাইকটি উদ্ধার করে। কিন্তু নুরুল হকের ছেলে অভিযুক্ত রাজীব পলাতক। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে পুলিশের কাছে। পুলিশ বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এখন দেখার বিষয় অভিযুক্ত চোরকে পুলিশ জালে তুলতে সক্ষম হয় কিনা। এলাকাবাসীর ধারণা অভিযুক্ত চোরের সাথে জড়িত রয়েছে স্থানীয় কিছু যুবক। সুতরাং, বাকিটা তদন্ত সাপেক্ষ।