Saturday, May 3, 2025
বাড়িরাজ্যটেট পরীক্ষা দিতে পারলেন না বহু পরীক্ষার্থী

টেট পরীক্ষা দিতে পারলেন না বহু পরীক্ষার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ এপ্রিল: রবিবার সমগ্র রাজ্যের ১১৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় টেট-২ পরীক্ষা। এইদিন নির্ধারিত সময়ের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শুরু হয় পরীক্ষা। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেব জানান রাজ্যের ৮ টি জেলায় ১১৯ টি কেন্দ্রে এইদিন টেট-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৩৫ হাজার ১৪৮ জন।

পরীক্ষার্থীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে ১০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য। ১১ টা বাজার সাথে সাথে সকল পরীক্ষা কেন্দ্রের গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। ১১ টার পরে কাউকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নি। পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোথাও কোন সমস্যা হয় নি। তবে এক দুইটি পরীক্ষা কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী ১১ টার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!