স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ এপ্রিল :টানা ১৫ দিন যাবত উওর চেলাগাং ও খেদারনাল বিদ্যুতের ও পানীয় জলের পরিষেবা নেই। এক প্রকার ক্ষুব্ধ হয়ে দুই এলাকায় প্রমিলা বাহিনী বৃহস্পতিবার সকাল থেকে নতুনবাজার থেকে অমরপুর জাতীয় সড়কে ঝড়ঝড়িয়া বুদ্ধ মন্দির এলাকায় পথ অবরোধ করে বসে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নতুনবাজার থানার পুলিশ। এক মহিলা জানান, গত ১৫ দিন ধরে পানীয় জল এবং বিদ্যুতের চরম সমস্যা চলছে গ্রামে। তাদের খাবার জল এবং স্নান করার মতো জল পর্যন্ত নেই।
তারা বহুবার এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের অবগত করেছেন। অথচ তাদের সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করেনি দপ্তর। তাই তারা পথ অবরোধে শামিল হতে বাধ্য হয়েছে। এদিকে এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুত দফতরের আধিকারিক এস ডি ও অমল্য সাধন জমাতিয়া। অবরোধকারীদের সঙ্গে কথা বললে এক প্রকার ক্ষুব্ধ হয়ে পড়ে এস ডি ও -র উপরে। অবরোধকারীরা জানান বিদ্যুত দপ্তর অফিসে বা এস ডি ও কে ফোনের উপর ফোন করলেও কনো উওর পাওয়া যায় না। শেষ পর্যন্ত এসডিও চাপে পড়ে মহিলাদের আশ্বস্ত করেন এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে। অবরোধকারীরা এই আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। পথ অবরোধের ফলে দুধারে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে কলেজ পড়ুয়া পরীক্ষার্থী।