স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ এপ্রিল :বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার সিপাহীজলা জেলা কমিটির এক সাংগঠনিক শিবির অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভার কার্যালয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সহ-সভাপতি মতিলাল সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান, বর্তমানে দেশে কৃষকদের অবস্থা অত্যন্ত করুন। একই সাথে ত্রিপুরা রাজ্যের কৃষকরা বিভিন্নভাবে সমস্যায় রয়েছে। বৃহস্পতিবার সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যায় কিভাবে সমাধান করা যায় এবং সরকারের নজরে আনা যায় সে বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা হয় বলে জানান তিনি।