স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ এপ্রিল :সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশি সহ দুই মানব পাচারকারী দালাল। ধৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নুর, বয়স ২২ বছর এবং মোহাম্মদ এলামিন হাওলাদার, বয়স ২৪ বছর। দুজনেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার রাজা পুর সদর থানা এলাকায়।
তাদের সাথে আটক হয় দুই ভারতীয় দালাল তাদের মধ্যে একজনের নাম স্বপন গোয়ালা বয়স ৪৬, বাড়ি কৈলাসহর থানা এলাকার সুমারু মুখের ১ নং ওয়ার্ডে এবং অপরজনের নাম বিধান দেব। বয়স ২৫, বাড়ি ভদ্রপল্লি ১ নং ওয়ার্ডে। জানা যায় গতকাল কৈলাসহর হয়ে ভারতে প্রবেশ করে তারা। কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ছিল তাদের। পাসপোর্ট এক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতিকান্ত বর্ধন।