স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ এপ্রিল :সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের সম্মান অভিযান বিষয়ক এক অনুষ্ঠান আয়োজন করা হয় বৃহস্পতিবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্তরের কর্মসূচি অঙ্গ হিসেবে ডঃ বি আর আম্বেদকরের সম্মান অভিযান চলছে।
ডঃ বি আর আম্বেদকরকে কংগ্রেস সরকার ভারতরত্ন পুরস্কার দিতে চায় নি। সংসদে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বহুবার দাবি করেছিলেন ডঃ বি আর আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু দেশের একটি কংগ্রেস পরিবার কখনো মেনে নেয়নি। পরবর্তী সময় যখন দেশে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন ডঃ আর আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার ঘোষণা হয়। তা নিয়ে তীব্র সমালোচনা করলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা সভাপতি। এদিন ডঃ বি আর আম্বেদকরের সম্মান অভিযান শুরু হওয়ার আগে জম্বু কাশ্মীরের পেহেলগ্রামে জঙ্গি হামলায় মৃত্যু পর্যটকদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক জ্ঞাপন করা হয় তাদের প্রতি। এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।