স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ এপ্রিল :বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে বৈঠকটি হয়। বৈঠকে পৌরহিত করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে সেই অর্থ কিভাবে তপশিলি জাতি অংশের মানুষের জন্য ব্যয় হবে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর বিগত দিনে কতটা কাজ করেছে এবং দপ্তরের কাজের ব্যর্থতা কোথায় রয়েছে সে বিষয়ক আলোচনা হয়।
মন্ত্রী আরো বলেন, তপশিলি জাতি অংশের মানুষ যাতে অর্থ সামাজিক উন্নয়ন হয় তার জন্য আগামী ১০০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামতে চলেছে দপ্তর। মিশন মুডে কাজ করবে দপ্তর। বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষের কিভাবে বিকাশ ঘটানো যায় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে দপ্তর। আয়োজিত এই দিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তারা দপ্তরের কাজকর্ম বিস্তারিত তুলে ধরেন মন্ত্রীর কাছে।