স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :কৈলাসহর মহকুমার ভগবান নগর এলাকায় অবস্থিত উনকোটি জেলা হাসপাতালে গত ১০ দিন পরে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে আসছেন কিন্তু চিকিৎসককে না পেয়ে চিকিৎসা না করিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন তারা। এ বিষয়ে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিভাবকরা শিশুদের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসছেন ঠিকই, কিন্তু শিশুদের ভর্তি করানোর পর অসহায় হয়ে পড়ছেন।
দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে সিটি স্ক্যান পরিষেবা। এছাড়াও জেলা হাসপাতালে বিভিন্ন পরিসেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের। যতটুকু খবর এই জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দুর্ঘটনায় আহত হয়ে এখন শয্যাশায়ী। তার পরিবর্তে অন্য কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে জেলা হাসপাতালে দেওয়া হচ্ছে না। যার কারণেই বেলা হাসপাতালে শিশু বিভাগের পরিষেবা লাটে উঠেছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে জেলা হাসপাতালে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এবারে উর্ধ্বতন কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।