স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ এপ্রিল : মাত্র ২৪ ঘণ্টা আগে রক্তাক্ত হয়েছে পহেলগাঁও। তারপর বুধবার ফের কাশ্মীরে জঙ্গি সক্রিয়তা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করেছে জঙ্গিরা। সূত্রের খবর, কুলগাম জেলার তাংমার্গ এলাকায় লুকিয়ে রয়েছে পহেলগাঁওয়ে হামলাকারী টিআরএফের এক শীর্ষ কমান্ডার।
পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
নৃশংস হামলার দায় নেওয়া টিআরএফের এক শীর্ষ কমান্ডার লুকিয়ে রয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগামে, গোপন সূত্রে এই খবর পায় নিরাপত্তারক্ষী বাহিনী। তারপরেই তাংমার্গের ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। আশেপাশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলছে দু’পক্ষে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। লুকিয়ে থাকা জঙ্গিদের ধরা গিয়েছে কিনা, তাও এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বুধবার সকালে বারামুলায় সেনা অভিযানে খতম হয়েছে দুই জঙ্গি। সেনার তরফে জানা গিয়েছে, বুধবার সকালে খবর আসে বারামুলা জেলার উরি নালা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনা। নিরাপত্তাবাহিনী উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পালটা জবাব দেয় সেনা। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ২ জনের মৃত্যু হয়। কুলগামেও কি সেভাবে জঙ্গিদের নিকেশ করতে পারবে নিরাপত্তা বাহিনী?