স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করলো এলাকাবাসী। দীর্ঘ এক ঘন্টা ত্রিশ মিনিটে ধরে চলে রাস্তা অবরোধ। ঘটনা বুধবার দুপুরে বিলোনিয়া- আগরতলা সড়কের চিত্তামারা এলাকায়। জানা যায় বিলোনিয়া মহকুমাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণব পাড়াতে গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম। এলাকাবাসী জানায় বিদ্যুতের ট্রান্সফর্মার খারাপ থাকার কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।
পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানা যায়। বারবার দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সবাইকে জানিও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে বুধবার দুপুরে সড়ক অবরোধ করে বসে। অবরোধের জেরে রাস্তার দু’ধারে বহু সংখ্যক গাড়ি আটকে পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের ভিডিও অরিজিত পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস সহ ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা। পরবর্তী সময়ে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট পর প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের পর অবরোধ মুক্ত করে স্থানীয়রা। ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিকদের অবরোধ স্থলে দেখা গেলেও বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিককে অবরোধ স্থলে দেখা যায়নি। সেই নিয়েও একপ্রকার ক্ষোভে ফুসছেন এলাকাবাসীরা।