স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :বুধবার ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৫ হাজার ২৯৬ পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসে। তাদের মধ্যে ২ হাজার ৫১৫ জন ছাত্র এবং ২ হাজার ৭৮১ জন ছাত্রী। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬৪৪ জন পিসিএম গ্রুপের জন্য, ৩ হাজার ৪৮ জন পিসিবি গ্রুপের জন্য এবং ১ হাজার ৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে।
এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাগুলিতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা হয়। তারপর দুপুর দেড়টা থেকে বায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আড়াইটা পর্যন্ত। অংক পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর তিনটা থেকে তিনটা ৪৫ মিনিট পর্যন্ত।