স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ এপ্রিল : রবিবার বিলোনিয়া সফরে যান পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে। সাথে ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার। এইদিন প্রথমে বিলোনিয়া সার্কিট হাউসে বিভিন্ন কোম্পানির সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন কিরন গিত্তে।
ভারত-বাংলা সীমান্তের বাঁধ সংস্কার সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে ভারতীয় সীমান্তের নেতাজি সুভাষ চন্দ্র নগর ও ঈশান চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া, বল্লামুখা এলাকার ভারত-বাংলাদের সীমান্তে সংরক্ষিত ভূমি পরিদর্শন করেন। তার কাটার ওপারে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। সেই নির্মীয়মাণ বাঁধও প্রত্যক্ষ করেন কিরন গিত্তে। এইদিন বিলোনিয়া সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। পূর্ত দফতরের সচিব কিরণ গিত্যে বৈঠক শেষে জানিয়েছেন গত বছর দক্ষিণ জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। যার কারনে নদীর জল বিপদসীমা অতিক্রম করায় বহু শহর ভেসে গিয়েছিল। বহু বাঁধ ভেঙে গিয়েছিল। বিলোনিয়ায় মুহুরি নদীর দুই প্রান্তেই কাজ চালু রয়েছে। আর কিছু কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তিনি এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন গোটা বিষয়টিকে নিয়ে। তিনি আশা ব্যক্ত করেন আগামী জুন মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। যেহেতু এখানে একটু বেশি কাজ করতে হবে সেই হিসেবে যেখানে কাজের পরিমাণ কম সেখান থেকে মোট পাঁচজন ইঞ্জিনিয়ারকে এখানে ডেপুটেশনের দেওয়া হবে। এই পাঁচজন ইঞ্জিনিয়ার এখানে থেকে আগামী তিন মাস আরও দ্রুত গতিতে কাজ করবে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে ভয়ের কোন কারণ নেই। একটা বিষয় পরিষ্কার দ্রুত গতিতে এখানে কাজ শেষ না করলে আসন্ন বর্ষার মরশুমে আবারো বিপর্যস্ত হতে হবে এখানকার সাধারণ মানুষদের। কতটা দ্রুত কাজ শেষ হয় এটাই এবারে দেখার।